অন্ধকারে বসে থাকেন আমার বাবা

জেরোম ওয়াইডম্যান অন্ধকারে বসে থাকেন আমার বাবা অনুবাদ : মোজাফ্ফর হোসেন আমার বাবার একটা আজব অভ্যাস আছে- তিনি একাকী অন্ধকারে বসে থাকতে পছন্দ করেন। প্রায়ই আমি বেশ রাত করে বাড়ি ফিরি। সমস্ত বাড়ি অন্ধকারের চাদরে মোড়ানো থাকে। আমি যতটা সম্ভব নিরবে বাড়ির ভেতর প্রবেশ করি যাতে আমার মার অর্ধঘুমন্ত অবস্থার কোন ব্যঘাত না ঘটে। পা [...]