আমি দেখেছি ভাঙন, বিভাজন। দেখছি পতন। ধ্বংসের নিমিত্তে বহ্নুৎসব।
ঘূর্ণায়মান বর্তুল হতাশা, ক্রোধ। চেতনার বৈক্লব্য। ঝাঁঝালো সন্ত্রাস, মানে ভয়।
অভ্যন্তরীন বিষাদ। আগ্নেয়াস্ত্রের কী সুনিপুণ অথচ অপ্রয়োজনীয় ভঙ্গিমা।

আমি দেখেছি ঐতিহ্যের চিতায় কত শৈল্পিকভাবে সত্য দগ্ধ হতে পারে।
দেখেছি আনন্দের নিউক্লিয়াস কী বিবর্ণ, পাণ্ডুর। তার অভ্যন্তর বিষাদে কত
উজ্জ্বল হতে পারে। হতে পারে হলুদ মোড়কে অবগুণ্ঠিত।

আমি দেখেছি প্রগাঢ় প্রযত্নে ভালোবাসার অবিনাশী নির্মাণ। দেখেছি
নৈসর্গিক নৈর্ঋতে, নৈর্ব্যক্তিক নীলোৎপল নৈবেদ্য।
আমি দেখেছি ভাঙন, বিভাজন, পতন।
আর এক চিলতে গৌরব।।