ভেবে দেখলাম অনেকের কাছেই আমার ঋণ।
জড়, জীব, মানুষ, গাছ, বাতাস, অতঃপর
ঋণ হয়ে আছে পানির কাছে, কাদার কাছে,
এমনকি লেজ খসা টিকটিকির কাছেও।

শান্তি খুঁজি জর্জরিত ক্লান্ত চোখে, ঐ আকাশে।
অনন্তে নাকি ঝাঁক বাঁধা প্রশান্তি কুঁড়েঘর।
তারাদের সাথে কথা বলতে মন বাড়ালে
নক্ষত্রও বলে বসে ওঁর কাছে আমি ঋণী।

গাছকে জিজ্ঞেস করলে সেও ঝটকা মেরে
অনর্গল বেকুব বেকুব বলে গাল পাড়ে।
এত লক্ষ বছরের মরা লুসিও নিশ্চুপ।
আর্ডি’কে শুধালে সেও নির্লিপ্ত চোখে তাকায়।

দেখলাম ভাবনারা স্বচ্ছ হচ্ছে ক্রমাগত।
দূর হচ্ছে ভূত অদ্ভুত বিভিন্ন রূপকথা।
সাগর নয়, দেখা যাচ্ছে আকাশ সীমাহীন,
তাই, কল্পঋণ শুধবনা, সিদ্ধান্ত নিয়েছি।