আমি কেন রক্ষণশীল নই ১

টমাস পেইনের পরে এবার ধ্রুপদী উদারপন্থার আরেকজন প্রতিনিধির লেখা উপস্থাপন করছি। ভদ্রলোকের নাম ফ্রেডরিক হায়েক। হায়েক বিংশ শতাব্দীতে মুক্ত বাজার অর্থনীতির সবচেয়ে খ্যাতিমান সমর্থকদের একজন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ হলেও জনমানসে হায়েকের পরিচিতি “দাসত্বের পথ” বইটির জন্য। এ বিতর্কিত বইয়ের মূল দাবি হল কেন্দ্রীয় অর্থনৈতিক নিয়ন্ত্রণ অবধারিত ভাবে tyranny-র জন্ম দেবে। ষাটের দশকে লেখা Why I [...]