google-dot-com-dot-bd1

ডিজিটাল হচ্ছে বাংলাদেশ। তাই বাংলাদেশী হ্যাকাররাও পিছিয়ে নেই।

আমাদের ‘কৃতীরা’ শনিবার সন্ধ্যা নাগাদ হ্যাক করেছে জনপ্রিয় সাইট গুগল ডটকম ডটবিডি। সাইটটিতে গেলে ডিজিটাল অ্যানিমেশন অবায়বের পাশাপাশি শোনা যাচ্ছে সুরের মুর্ছনা। সাইটটি ফ্লাশ করে জানান দিচ্ছে, এটি এখন বাংলাদেশি হ্যাকারদের দখলে। 🙁

কৃতী হ্যাকাররা ‘গুগল বাংলাদেশ ওনড বাই টাইগার মেট’ বার্তায় নিজেদের পরিচয় প্রকাশ করেছে। লাল-কালো-সবুজের ঝলকে নানান ক্যারিশমা ও বাঘ সাদৃশ্য বেড়াল দেখানোর পর একেবারে শেষে দেখা যাবে [email protected] ঠিকানার ইমেইল।

সর্বশেষ– ইয়াহু ডটকম ডটবিডি-ও শনিবার রাতে হ্যাক হয়েছে!

আইটি বিভাগের কয়েকজন জানিয়েছেন, গুগল ডটকম ডটবিডি হ্যাক হওয়ার ঘটনা এটিই প্রথম। এর আগে একাধিকবার বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েব সাইট হ্যাক হয়েছে। কয়েকবছর আগে সংসদ সচিবালয়ের ওয়েব সাইটে পর্ণগ্রাফি যোগ করে এবং ড়্যাবের ওয়েব সাইটের তথ্য মুছে দিয়ে কৃতীরা হৈচৈ ফেলে দিয়েছিল। 😛

এছাড়া জামাত-শিবিরের সাইটেও নাকি একবার গো. আজম-নিজামী গংকে অন্তর্বাস পরিহিত অবস্থায় দেখা গেছে! 😀

বাংলা ব্লগের ছাগু খ্যাত ত্রিভূজ ডটকম নাকি মাঝে মধ্যেই হ্যাক হয়। সেখানে নাকি রসিক হ্যাকাররা মূল ওয়েব সাইটের প্রচ্ছদ মুছে দিয়ে যোগ করেন রং-বেরং-এর মক্কাই ছাগু-চিত্র। :lotpot:

প্রিয় পাঠক, কেমনে কী? 😉

[সংবাদ লিংক]