আর কিছু বাকি নেই
গ্রীষ্মের গোধূলিতে
এখন দু’চোখে অন্ধকার।
ভারি হয়ে আসে বুক
এর মাঝেই যেতে হবে
কত দূর,

মধ্যরাতের অজ্ঞাত রাস্তায়
পথ ভুলে স্বর্গ ছোঁবো
নিঃসঙ্গ বাতাসে,
অণূভুতিময় পাখির শিস-।

হয়তো এই রাত্রিই জীবনের
শেষ রাত্রি।
জন্ম-মৃত্যুর মাঝে প্রবাহিত
হৃদয়ের কন্দরে কন্দরে
নতুন জলের ঢেউ বয়ে যায়।

একটি কথাই বলার বাকি-
আমারও সময় হল যাবার,
ধাপে ধাপে এগোয় সময়
নশ্বর মানুষের মত
এবার আমার শিকল খুলে দাও।