সবকিছুর পেছনে কি আমি জানি না।
কথা বলা হয়তো অর্থহীন;
তবুও বলি,
প্রশ্নের আকারে।
প্রশ্নের উত্তরগুলো তীর হয়ে ফিরে এলে
অবাক হয়ে শুধু নিজের বিক্ষত আত্মাটাকে দেখি,
উৎস খুঁজতে গিয়ে
জেনে নেই
মহান ঈশ্বরের সেই অমোঘ বাণীঃ
“প্রশ্ন করো না,
শর্তহীনভাবে মেনে নাও।“
হায় ঈশ্বর, আমি যে প্রশ্ন করতে গিয়েই
বন্ধ করে দিয়েছি স্বর্গ সুখের সব পথ।

আমার নরক বাস, আমার এই পৃথিবী,
এখনো বেঁচে আছি প্রশ্ন করার সুখে।

( লেখাটা “আলো আঁধারের খেয়া” থেকে। কবিতা-র সংকলন নামক এ বইখানি এখনো গৃহবন্দী, অর্থাৎ কোন বইয়ের দোকানে নেই। এক অর্থে এটা প্রকাশিত, অন্য অর্থে অপ্রকাশিত। তবে আইনের দিক থেকে মুদ্রিত, এ কারণে অনুমোদিত না হলে আমার মন খারাপ হবে না।)