একাত্তরের যুদ্ধাপরাধ : যুক্তরাষ্ট্রের গোপন দলিল-২ : শান্তি কমিটি সামরিক শাসনের প্রতীক

"ক্রমাগতই অশান্ত ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে উপমহাদেশ, বিশেষ করে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি। পূর্ব বাংলায় শহর ও গ্রামগুলো বলতে গেলে দিনের বেলায় নিয়ন্ত্রণে থাকছে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর, যার মোট জনবল এখানে ৮০ হাজারের মতো। (পূর্ব বাংলার) জনগণের মধ্যে তাদের কিছু সহযোগীও আছে। এরা হলো মূলত অবাঙালি উর্দুভাষী 'বিহারি' এবং উগ্র [...]