চেতনার রঙ নীল
মুঠো ভরা ঝলমলে অর্গানে
বেজে ওঠে কীর্তনি প্রেম।

জীর্ণ পাত্র বুভুক্ষ তৃষ্ণা
নীল-নীল স্বপ্ন জেগে থাকে
কড়িকাঠে।

যৌবনের সুখস্বপ্নে
অসমাপ্ত চুম্বন
হৃদয় ঝড়কে বর্ষাতিতে
ঢাকে ক্ষিপ্র যৌবন।

স্নান ঘরে দেহে
নতূন ফুলের নির্যাসে
দ্রুত হাতে বন্ধ হয়
উত্তেজক শীর্ষলাভ।

তাও প্লাবন নদীর প্রতীক্ষায়
মাইলের পর মাইল হেঁটে
রক্তিম সরোবরে
মিলনের মাহেন্দ্রক্ষণ।