শতাব্দী প্রাচীন শৈল্পিক অন্ধকারে ঢাকা পৃথিবী
সহসা উত্থিত নতুন ভোরের মত
উদ্ভাসিত হবে দ্রোহের প্রহরে
আকন্ঠ আঁধারে নিমজ্জিত সময়েরা
চিৎকারে বিদীর্ন করবে আঁধার আবরন
প্রতিষ্ঠিত হবে অদ্বিতীয় সত্ত্বায়, সীমাহীন ছায়াপথে
ধ্বংস করে মিথ্যের বীজ, অসত্য গৌরব গাঁথা
আসিন হবে সত্যের স্বপ্নচুঁড়ায়, যাদুবাস্তব মহীমায়।

রক্তবিপ্লবে ভাঙ্গবে ঐতিহাসিক দুর্গ, প্রাচীন কেল্লা
ভূ-মাতা প্লাবিত হবে শোণিত বিন্দুতে
গৃহিত হবে বিপ্লবী রক্ত তৃষাতুর ওষ্ঠে, আকন্ঠ পিপাসায়
ঘুর্নিবায়ু উড়িয়ে নেবে স্বেদ, রক্তমাংস পিন্ড
গলিত কুকুরের লাশ, পারমানবিক বিষবাস্প এবং ক্ষুধা
শুরু হবে নতুন শতাব্দী, নতুন যুগের, নতুন প্রেরনার
উন্মাতাল বাতাসে উড়বে বিদ্রোহী স্বাধীন পতাকা
সৃষ্টি হবে আরক্তিম গোধুলিতে নবীন কাব্য প্রহর।