স্মৃতি যেনো কানা বক
দাঁড়িয়ে থাকে
প্রার্থিত মাছের তালাশে,
একা হাঁটে ছেঁড়া চটি পায়ে
উদাসীন চোখে,
কখন ছেড়ে যাবে
বড় ভয় হয়,
আজ যদি একপংক্তি
কবিতা না লিখি
ফুটবেনা গোপন বাগানে ফুল,
নির্বাসনে পাঠিয়েছ
বিহবল কবিকে,
দীর্ঘ উপবাস
এখন উঠেছি জেগে
নির্জন তীরে একা,
আজ দিতে পারি কথা
কবিতা আমার
নেড়ে যাবে কড়া
কবিতা,কোথাও না
কোথাও তুমি আছো।