আমি ভালোবাসা ফেরি করি
কবি সাহিত্যিকের মত মন দিয়ে নয়
ওসব নিতান্তই বিলাসিতা
আমার ভালোবাসা টাকায় কিনতে হয়।

আমার কুটিরে প্রবেশ না করলে
জানতে পারবে না মানুষ ভালোবাসার কত কাঙ্গাল
ভালোবাসার এক একটা দান তারা দেয়
হয়ে পশুর মত উন্মাতাল
দেবে নাই বা কেন ছাই
পয়সা দিয়ে কেনা ভালোবাসা
উসুল করা চাই।

মাঝে মাঝে ভালোবাসার আতিশয্যে
শয্যাশায়ী হতে হয়
কি সৌভাগ্য আমার
এমন ভাগ্য ক’জনের হয়।

আমার ভালোবাসার টানে মানুষ
বার বার, পুনর্বার ফিরে আসে
নিজের সঙ্গিনীকে ফেলে রেখে
একটু মুচকি হেসে।

মানুষের এত ভালোবাসায় সিক্ত আমি যে
সভ্যতা আমাকে আলাদা করেছে ঈর্ষায়
আমার কপালে তিলক পরিয়েছে
আমাকে চিহ্নিত করে রেখেছে সীমাহীন ভালোবাসায়।

রাতে যার ভালোবাসায় আমি শয্যাশায়ী
সেই আমাকে দিবালোকে অস্পৃশ্য করে
যার উষ্ণ আলিঙ্গন না পেলে কারো চোখে ঘুম আসে না
সেই আমাকেই ওরা ফেলে দেয় ঘৃনা ভরে।

সর্বোপরি, আমি সম্পন্ন মানুষ নই
এক অসম্পুর্ন সত্ত্বা
পুঁজিবাদের বাই প্রোডাক্ট আমি
সবাই বলে বেশ্যা।