নৈকট্য মানেই নিকটবর্তী নয়
দূরত্ব মানেই দূরবর্তী নয়
নৈকট্য দূরত্ব হতে পারে, ঠিক তেমনিভাবে
দূরত্ব হতে পারে নৈকট্য।

শেষ যেমন শুরুর ইঙ্গিত দেয়
তেমনি
শুরুও শেষের চিহ্ন ধারন করে
বিদ্রোহের শেষ পরিনতি মুক্তি
বিপ্লবের নয়
কেননা, বিদ্রোহেই বিপ্লব হয়
বিপ্লবে বিদ্রোহ নয়।

যে হতাশা বোঝে না
তার থেকে সাবধান, কারন
হতাশার অভাব কখনোই
ভালোবাসার জন্ম দেয় না
হাহাকার করতে শেখো, কেননা
ভালোবাস ছাড়া হাহাকার সৃষ্টি হয় না।

মহাজাগতিক ভাষা ক্ষুধাকে বুঝতে শেখো
নইলে আজন্ম ভাষাহীন থেকে যাবে।