আমাকে রচনা করা হয় নি
আমিই রচিত হয়েছি
আমাকে তৈরী করা হয় নি
আমি তৈরী হয়েছি
আমাকে সম্পাদনা করা হয় নি
আমিই সম্পাদিত হয়েছি।

সম্পর্ক রচনা করা যায় না
বরং রচিত হয়
ইতিহাস রচনা করা যায় না
রচিত হয়
ধরণী তৈরী করা যায় না
ধরণী তৈরী হয়
ঠিক যেমনি তোমার আমার বাঁধন শুরু করা হয় নি
শুরু হয়েছে
আবার প্রকৃতির নিয়মে শেষও করা হবে না
কিন্তু ঠিকই শেষ হবে।

প্রাচুর্য্য এবং দৈন্যতা তৈরী হয় না
তৈরী করা হয়
ঠিক যেমনি, এমন নয় ওরা খেতে পারে না
ওদেরকে খেতে দেয়া হয় না’
এমনও নয় ওরা হাসতে জানে না
ওদেরকে হাসতে দেয়া হয় না
ওরা বাধ্য হয়েও কাঁদে না
ওদেরকে কাঁদানো হয়

এবং আরও শেখানো হয় যে, ওদেরকে
তৈরী করা হয়নি বরঞ্চ ওরাই তৈরী হয়েছে।