একজীবনের অবগাহন
বিষন্ন সন্ধ্যায়
দুপুরের হু-হু করা বুক,
সব দীর্ঘশ্বাসকে পাশ
কাটাতে,কেঁদে ওঠে
অন্তরাত্মা,
পুরানো অসুখের ব্যথা
মাঘী পূর্নিমায় জেগে ওঠে।
মনঃক্ষুন্ন ভোরের আকাশ
দেউলিয়া করে
ঝড়হীণ বাতাস,
চিলে কোঠায় বাধা পড়া
ভালোবাসা,
উড়ন্ত হংসের মত।