৭১’এর পর থেকে আজ অবধি স্বাধীনতা-উত্তর বাংলাদেশে অসংখ্য কবিতাই প্রকাশিত হয়েছে।এগুলোর মাঝে অনেক কবিতাই রয়েছে যেগুলো হয়েছে বিতর্কিত, আলোড়িত, কোন কোনটি আবার হয়েছে নিষিদ্ধ। কবিতাগুলো একদিকে যেমন তৎকালীন স্বৈরাচারী শাসকের শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল, আবার তেমনি বাংলাদেশের অন্তঃসারশূন্য রাজনীতির প্রকৃত অবস্থাকে ব্যঙ্গ বিদ্রুপ এর মাধ্যমে ফুটিয়ে তুলেছে।কবিতাগুলোতে কখনো আবার এদেশের চিরায়ত সমাজকাঠামোর প্রচলিত বদ্ধমূল ধ্যানধারণা, নীতির প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে নতুন এক সমাজ গঠনের স্বপ্ন দেখানো হয়েছে।ধর্মীয় কিছু ধারণার অসারতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে কোন কোন কবিতাতে।পরিণামে কবিরা একদিকে যেমন জনমানুষের কাছে নন্দিত, তেমনি প্রতিক্রিয়াশীলদের দ্বারা হয়েছেন নিন্দিত, বিতর্কিত।শাসকগোষ্ঠির হাতে হয়েছেন নিগৃহীত,হুলিয়া জারি করা হয়েছে কবিদের নামে। সময় এসেছে বিস্মৃতির অতলে হারিয়ে যেতে বসা এই কালজয়ী কবিতাগুলোকে একই মলাটের ভেতরে স্থান দেবার।‘সিলেট বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিল’ এর উদ্যোগে এসব কবিতা সংগ্রহের কাজ শুরু হয়েছে।মুক্তমনা লেখক পাঠক নির্বিশেষে সমগ্র বাংলা ব্লগ জগতের মননশীল ব্যক্তিদের আমরা এই উদ্যোগে আমাদের সহযোগিতা করার জন্য আহব্বান জানাচ্ছি।যাদের কাছে এ ধরণের কবিতাগুলো সংগ্রহে রয়েছে তারা আমাদের কবিতাগুলো পাঠাতে পারেন, প্রকাশিতব্য বইয়ে যাদের কাছ থেকে কবিতাগুলো সংগ্রহ করা হবে, তাদের নাম উল্লেখ করা হবে। উদাহরণস্বরূপ দু’একটি কবিতার নাম উল্লেখ করা হল-
১।ভাত দে-কবি রফিক আজাদ
২।সব শালারাই কবি হতে চায়-কবি মোহাম্মদ রফিক
আগ্রহী সবাইকে নিচের মেইল এড্রেসে কবিতাগুলো কম্পোজ করে কিংবা স্ক্যান করে পাঠানোর জন্য অনুরোধ করা হল-
যোগাযোগের ঠিকানাঃ [email protected]
ধন্যবাদ।
বিঃদ্রঃ কেউ ইচ্ছে করলে নিজের স্বরচিত কবিতাগুলোও পাঠাতে পারেন।