মেঘময় আকাশে
আচানক প্রীতি সম্ভাষণ,পুরানো গানের মত
শব্দহীন শব্দ,
ঘাসের পরে হেঁটে হেঁটে ক্লান্ত দু’টি পা
বহু দীর্ঘ রাত,আর এক জন্মের
জেগে থাকা বৃষ্টির থর-থর কম্পন।
নিঃশেষে বর্ষণ শেষে
তাকেই চিনতে গিয়ে
সজল আঁখিটুকু টলোমল,
আমারও সময় হয় যাবার
জাগ্রত নয় কিছু
ইতিহাস জানে,
আচানক প্রীতি সম্ভাষণে
কে যেনো ডাকে পুরানো গানের মত
সুরে-সুরে কানে কানে,
অবনত আকাশের নিচে
মেঘনার কিনারে,
কবেকার সেই পুরানো নামে।

পুরানো নামে অডিওটি শোনার জন্য এখানে ক্লিক করুন

অথবা সরাসরি দেখুন এখান থেকে –

httpv://www.youtube.com/watch?v=HcyrBjZkoLk