বুদ্ধিবৃত্তিক জঞ্জালের একটা রূপরেখা-৩

প্রথম পর্ব এখানে দ্বিতীয় পর্ব এখানে 'পাপ'-এর ধারণার যুক্তিটাতেই গলদ আছে। আমাদের শেখানো হয়েছে যে 'পাপ' হচ্ছে ঈশ্বরের ইচ্ছার বিরোধিতা, আবার এটাও বলা হচ্ছে যে ঈশ্বর সর্বশক্তিমান। যদি তিনি তাই হবেন, তবে কিছুই তাঁর ইচ্ছার বিরুদ্ধে হতে পারে না; তাই যখন পাপী তাঁর আদেশের অবাধ্য হয়, তাঁর ইচ্ছানুসারেই তো তা ঘটলো। সেন্ট অগাস্টিন এ-মতের দৃঢ় [...]