ফুটবল বিশ্বকাপ নিয়ে প্রায় সমস্ত ব্লগে মাতামাতি। কিন্তু মুক্তমনায় অতীব সিরিয়াস সব পোস্ট। তাই খেলাধুলার প্রতি কারো তেমন আগ্রহ নেই। তবে আমার মুটামুটি আগ্রহ আছে বিশ্বকাপ নিয়ে। মুক্তমনার সকল সদস্যদের সাথে আমার আগ্রহ শেয়ার করতেই এই পোস্ট। মডারেটর চাইলে এ পোস্ট গায়েব করে দিতে পারেন।বিশ্বকাপ শুরু হল গতকাল। তবে দুঃখের কথা হল কালই আমার টিভি নস্ট হয়ে গেছে তবুও বিকল্প পথে খেলা দেখেছি। প্রথম দিন কেউ জেতেনি।

আমি ইংল্যান্ডের সাপোর্ট করছি এ বিশ্বকাপে। আপনারা কে কাকে সাপোর্ট করছেন? মুক্তমনার সদস্যদের জন্যে বাংলায় বিশ্বকাপের খেলার সময়সুচি নিচে দিলাম। স্ক্যান করে কাটাকাটি করেছি। তাই ছবিগুল ভাল আসেনি।

গ্রুপ এঃ দক্ষিন আফ্রিকা, মেক্সিকো, ফ্রান্স, উরুগুয়ে।
গ্রুপ বিঃ আর্জেন্টিনা, নাইজেরিয়া, দক্ষিন কোরিয়া, গ্রীস।
গ্রুপ সিঃ ইংল্যান্ড, ইউ এস এ, আলজেরিয়া, স্লোভেনিয়া।
গ্রুপ ডিঃ জার্মানী, অস্ট্রেলিয়া, সার্বিয়া, ঘানা।
গ্রুপ ইঃ নেদারল্যান্ড, ডেনমার্ক, জাপান, ক্যামেরুন।
গ্রুপ এফঃ ইটালী, প্যারাগুয়ে, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া।
গ্রুপ জিঃ ব্রাজিল, উত্তর কোরিয়া, আইভরিকোস্ট, পর্তুগাল।
গ্রুপ এইচঃ স্পেন, সুইজারল্যান্ড, হন্ডুরাস, চিলি।

world-cup-2010-p1world-cup-2010-p2world-cup-2010-p3

world-cup-2010-p41world-cup-2010-p55