ছোটবেলায় পুতুল খেলেছি
সারা দিনমান রাজা-রাণী হয়েছি,
গভীর ও কোমল ভালোবাসার ঘ্রাণে
সারাদিন ডুবে থাকা
সেই ছোটবেলায় আমি
নারী হয়ে গেছিলাম।
রাজা-রাণী খেলতে গিয়ে থর-থর
কেঁপেছি,কাউকে বলিনি লুকোচুরি
খেলতে গিয়ে কালো ক্ষুদ্ধ্ব
চোখের সাপ দেখেছি।
আজো আমি হৃদয়ে নিশীথিনী
ভয়াবহ স্বপ্ন দেখি,
সব কিছুই পুতুল খেলার ভাসমান শৈশবে।
কবেকার জলজ ঘ্রাণ
একটি স্বপ্ন,দুটি পুতুল
দেখি।বধূর ভেতরে কুমারী
শৈশব দেখি।
দীর্ঘ ট্রেনের মত স্বপ্নের
রাজা-রাণী রচনা করি এখনো
পাথরের পাঁজরে।