সময়কে রেখেছি বেঁধে
ভাঙ্গা এক কাঁচের ফ্রেমে
যেতে চাই আকৈশর মগ্নতায়
স্বপ্নের নীলাভ সাঁকো বেয়ে,
বৃষ্টির ছিটেয় চকিতে
কতিপয় রুক্ষ মুখ।

বন্ধ করো কাঁচ ফলক
শীতের নিসর্গ
কোমল রোদ
ছিঁড়ে ফেলে কুয়াশার জাল।
উন্মুক্ত করে নগ্ন শরীর
নদীর জোয়ার,চাঁদের ভাঙ্গন।

বিবর্ণ আকাশে ওড়ে
মজ্জাহীন লতাগুল্ম,
ঘুমের ভেতর
চেতনা জাগে
তোমাকে একবারই
স্পর্শ করেছিলাম
সেই বর্ষনের ঘোরে।