একজন কবি পারে
চুম্বন রহিত ওষ্ঠকে রাঙিয়ে দিতে
পোস্টকার্ডে বকুলের ঘ্রাণ
নরম শিথিল হাতে
কোমরের ধার ছুঁয়ে
নিতম্বে ঘুমিয়ে থাকা রক্তে
জাগাতে চকিত শিহরণ।

একজন কবি পারে
নদী ও নারী-পদ্মার
দীঘল দেহকে
গুপ্ত অভিসারে
জাগিয়ে তুলতে।

একজন কবি পারে
হ্যাংলা কলমের নীচে
টুকরো টুকরো করে
নিশিমাখা গলিত বাসনা
হাওয়ায় ছিড়িয়ে দিতে।

একজন কবি পারে
সময়ের সাথে
বেহালার ছড় টেনে
ব্যানারের রক্তাক্ত লেখায়
বারবার ফিরে যেতে
প্রকৃত স্বাধীনতায়।