আমাকে তিনি ফিরিয়ে নিতে চান নতুন উল্কাপতনের দরোজায়
নির্মল নীলাকাশ তবু তাঁবু হয়ে ঠায় বসে থেকে
সময়ের বয়স বাড়ায়
কীভাবে যে তাকে বলি পীড়ন নিয়ে সুখে আছি খুব
একটি জ্বলন্ত সভ্যতার নিভে নিভে কয়লা হওয়া
খুব কাছে থেকে ঘটে যাচ্ছে
গ্যালারিতে বসে আমি নিবিষ্ট দর্শক
কীভাবে যে তাকে বলি
অপেক্ষাবতী হবো পুঁথি পোড়ার প্রান্তিক মুহূর্ত অবধি
তারপর এখানে থাকবে
বর্ষাস্নাত লতাপাতা
স্বাধীন নিরোগ গানগাওয়া পাখি
কয়েক কোটি ভীতিহীন তারা, নদী, ফাল্গুন
রবীন্দ্রনাথের গান…আর
শুধুই মানুষ!