উপভোগের সমস্ত যন্ত্রণা
সবুজ শরীরে মাখিয়ে
মত্যুর গন্ধ কর্পূরের মতো ওড়ে ।
কখন উদ্ববিগ্ন পাখি ঢোকে
এ বিরাণ ঘরে ,
ডানা ঝাপ্টায়
অনুভবের অস্তিত্বে
যখন আমার মৃত্যু হলো ,
পীড়িত মাঝের ঝাঁক
জানালো শেষ বিদায় ।
নিমেষে বাড়িয়েছি হাত
ব্যগ্র অস্থির ,উজ্জ্বল
লক্ষ্যভ্রষ্ট তারকার দিকে ।