সাময়িক অনুভূতি
মাহফুজ

(উৎসর্গ- অনন্ত। ‘বিচ্ছিরি পঙতিমালা’ পাঠের পর)

নেই কোন মোর অনুভূতি
সত্যি করে তোমার প্রতি।
যা ছিল সব গেছে মিশে
পূর্ণ হল হৃদয় বিষে।
ডাকাডাকি হবে সারা
কাজ আছে তাই অনেক তাড়া।
সময় আমার অল্প
কবর না তাই গল্প।
দিনের শেষে সন্ধ্যাবেলায়
(ভাবি বসে) সময় গেল হেলায় ফেলায়।
গল্প করে কি লাভ হল
সত্যি করে আমায় বল।
আড্ডা দিয়ে সুখ খুঁজেছি
রাত্রি বেলায় চোখ বুজেছি।
ক্ষণিক সুখের অনুভূতি
এটাই কি মোর শেষ গতি?
চেষ্টা করে আনবো না আর
ভালোবাসার অধিকার।
প্রেমের খেলা শেষ হয়েছে
মন আমার বদলে গেছে।
ভন্ড হলাম, প্রতারক হলাম
ডান ছেড়ে কি গেলাম বাম?
এগুলিও কি সাময়িক?
ছুটছি আমি দিক বিদিক।
এই তো মোর অনুভূতি
বুঝা কঠিন মতিগতি।
দূরে ছিলাম ভাল ছিলাম,
কাছে এসে কষ্ট পেলাম।