মানুষ বড়ই আজব প্রাণী,
বিচিত্র আর ভেক-ধারী,
হরেক সময় হরেক মুখোশ,
রঙ-বেরঙের, ঝকমারি!

আজকে যদি ডাইনে বেঁকে
ত্রিশুল হাতে লাফ মারে,
কালকে তবে বাঁদিক ঘেঁসে
কাস্তে শানায় বার-বারে!

সমস্ত দিন ধান্দাবাজী,
মুর্গি ধরার ফন্দি রে!
সন্ধ্যে হলেই খোলস ছেড়ে
পড়ছে ঢুকে মন্দিরে!

সুযোগ পেলেই নন্দীগ্রামে
ভৃঙ্গি সেজে নাচতে চায়,
অমনি আবার নারদ রূপে
সিঙ্গুরেতে মান ভাঙ্গায়!

হঠাৎ কেমন হায়না হয়ে
লোলুপ চোখে ঠোঁট চাটে,
তারপরেতেই আয়না দেখে
মুখ ভেঙ্গিয়ে জিভ কাটে!

তাইতো আমি ঠিক করেছি
আর একটিবার জন্মাবো
হবই হব পাগলা কুকুর,
মানুষ পেলেই কামড়াবো!