আঘাতের দাগ মনে পড়ে
সর্বদা পেছনে ঘোরে কেউ,
এ ভাবেই মৃত্যু দেখি
তার সাথে প্রত্যহ দেখা
এভাবেই সে পরম আত্মীয়।
নিশ্চুঃপ জানালায়
কথা বলে যায়।
আঁধারের ললাটে নিভৃতে
নক্ষত্র পারে না লুকাতে ,

তবু ও সে মৃত্যু —-
গভীর কুয়াশার পিঠে চেপে
ঘরে ফেরে মানুষের মত ।
যে পথে আমার পদধ্বনী
বড়ো খানাখন্দময় ,
শৃংখলিত জীবনের পরিণাম জানি
নদী তটে ক্ষতবিক্ষত
তবু ও তেষ্ঠা মেটেনি ।