আমায় তোরা দেখতে পারিস্‌
এনেছি অনেক কিছু
এমন রত্ন খুজে পাবি,
ছুটবি পিছু পিছু।

দেখ্‌, রত্ন যত জগত জোড়া
মিলবে মোর মাঝে,
এমন লোকের অভাব আছে
কদর আমার বোঝে।

…এই ছোড়া! ও কি তোর কাছে?
এহ্‌! এ তো জানা মাল…
আর যদি দেখাস ফিরে
রাখবো না পিঠের ছাল।

শোন্‌, এসব রেখে আমায় ধর্‌
পাবি অনেক কিছু
গুরু আমি স্বীকার কর্‌
মিলবে জগত যিশু।

পন্ডিত আমি সবচে’ বড়
বুঝে শুনে চলিস্‌,
জটিল জালে কঠিন তলে
পড়লে আমায় ডাকিস্‌।

এই যে আমি জ্ঞানের আকড়ঃ
অজানা নেই পিপড়ে-মাকড়,
পারিস্‌ যদি দেখাস তবে
নতুন কোন মাল,
পেলেও কিছু অজানা মোর
জান্‌বি ওটা জাঁল।