বিদ্রোহ, আমার চেতনা

আজন্ম বিদ্রোহী আমি দ্রোহের ধ্বংসাত্বক জীবানুর অবাধ বিচরন আমার দেহের শুরু থেকে শেষ পর্যন্ত কুষ্ঠআক্রান্ত, গর্ভস্রাবের ন্যায় স্যাতস্যাতে নোংরা এই সভ্যতার সাথে সবাই যখন আপোস করেছে, বিদ্রোহী আমি এই সভ্যতার বিপরীতে অবস্থান নিয়েছি যখন সবাই করেছে বিশ্বাস সমস্ত কিছুতেই দূর্বিনিত আমি অবিশ্বাসী হয়েছি নির্দ্বিধায় অবস্থান নিয়েছি বিশ্বাসের বিপরীত মেরুতে হয়েছি বিরুদ্ধ স্রোতের যাত্রী । মিথ্যে [...]