যখন কয়েক প্রস্থ পুরু কম্বলের নীচে
আমি শীতকে উপেক্ষা করি, তীব্র শীতের রাতে
যখন পারিবারিক আনন্দমুখর পরিবেশে লোকমার পর লোকমা
চালান করে দিই উদর অঞ্চলে , নির্বিকার চিন্তাহীনতায়
সত্যি বলছি,
তখন নিজেকে মানুষ দাবি করতে সংকোচ হয় আমার

যখন শিক্ষা সংস্কৃতির নামে
অপব্যায়ের চরম পরাকাষ্ঠা দেখাই
যখন আধুনিকতার নামে অশ্লীলতার প্রতিযোগীতা চালাই
সমস্ত মানবতাকে উপেক্ষা করে, অত্যন্ত আনন্দের সহিত
দিব্যি কেটে বলছি,
তখন নিজেকে মানুষ দাবী করতে সংকোচ হয় আমার

যখন একই বৈশিষ্ঠসম্পন্ন আরেকটি প্রানী
আমারই কাছে হাত পাতে অত্যন্ত দ্বিধান্বিত ভাবে, তীব্র আকুতি নিয়ে
যখন মানব সেবার নামে আমি আবিষ্কার করি
মানব পীড়নের অত্যন্ত আধুনিক প্রযুক্তি, দানবিক উল্লাসে
বিশ্বাস কর, সত্যি বলছি
তখন নিজেকে মানুষ দাবী করতে সংকোচ হয় আমার

তবে জান কি, মাঝে মধ্যে খুব গর্বও হয়
যখন ভাবি, অমানবিক এই বেহায়াপনা
নির্বিকারত্বের এই অশ্লীল প্রদর্শনী
মনুষত্বহীনতার এই নির্লজ্য উদাহরন তো শুধু আমিই দেখাতে পারি
কারন সকল সৃষ্টির সেরা তো এই আমিই।