কবি হতে পারলাম না বলে আফসোস আমার রয়েই গেল
জীবনের বারোমাস হাসি কান্না আর দীর্ঘশ্বাস -এই নিয়েই কেটে গেল অনেক বছর
তবে লিখি কবিতা না জীবন লিখি
লেখে সে আমাকে
অবশ্য কবিতা লিখি না বলে ভালই হয়েছে
না হলে এই পাথর সময়ে কবিতা কে দিতে হত ছুটি (সুকান্ত )
আর কবিকেই ঘোষণা করতে হতো নিজের মৃত্যুদন্ড(মায়াকভ্সকি )
বড় বাঁচা বেঁচে গেছি নইলে পাহাঁড়ের কান্নাকে ঝর্ণা বলার দায় ঘাড়ে নিতে হতো ।

তবে আমি নিশ্চিত দৈবক্রমে যদি আমার উপর কবি’র ভুত চাপে তবে আমি লিখব মাত্র একটি লাইন-

“বের হ তুই শুয়োর” ।