globe1
জমির আইলের লাহান ছক কাইট্টা
দুনিয়াটারে ভাগ করছ ,
আমাগোর উপর চালাইতাছো নির্বিচার ষ্ট্রীমরোলার …
তোমাগোরে আমি কইবার চাই –
জমির আইল টাইল আমি মানি না, মানুম না
জাত চাষা আমি, ইচ্ছা হইলেই চালাইমু লাঙ্গল
যেইখানে সেইখানে
জমির মালিক কে, আমি চিনি না — চিনবার চা‌ইও না
আমি আদম, দুনিয়া আমার
মনে আমার পাখির আশ –
যেইখানে খুশী সেইখানে যাইমু আমি
কেডায় কি কইবো?
আমি মানুম না বর্ডারের কাঁটাতারের বেড়া
পাসপোর্ট ইমিগ্রেশনের কালাকানুন।
রাষ্ট্রদ্র্রোহী কইবার চাও, কইতে পারো

আমি অহন খোয়াব দেখতাছি
পোলারা আমার বড় হইতাছে
হেরা ঠিকই বুঝবার পাইবো আমার খোয়াব কাহন।
ইন্টারনেটের মতোন দুনিয়াটারেও
হইতে হইবো বর্ডারহীন
জাতি রাষ্ট্রের খেতা পুড়াইবো আমার পোলারা –
সেনাবাহিনীরে হেরা লেফট রাইট শিখাইবো না আর, শিখাইবো
জারি, সারি আর ভাটিয়ালি সুর
ক্রস ফায়ারে র‌্যাব বুলেটের বদলা
ছুইড়া মারব তরতাজা সুগন্ধী গোলাপ
কোম্পানীগুলা গলাকাটা ব্যবসা বাদ দিয়া
হইয়া উঠব একেকটা হাজি মোহাম্মদ মহসিন।
রাষ্ট্রদ্র্রোহী কইবার চাও, কইতে পারো।

আমি অহন খোয়াব দেখতাছি
ঠিকই আইবো একদিন
রসকষহীন ধর্মের নষ্ট দেয়াল ভাইঙ্গা
নাস্তিক-আস্তিক গলাগলি হাটব
মসজিদ-মন্দিরের চাতালে –
আর মোল্লারা মা ডাইক্যা তসলিমারে
করবো কদমবুচী।
রাষ্ট্রদ্র্রোহী কইবার চাও, কইতে পারো।