একটা কিছু খুঁজে বেড়াচ্ছিলাম, সেই বোধ থেকেই এটা লেখা…ঠিক কী হল জানি না। কতগুলো এলোমেলো কথা কবিতার আদলে লিখে ফেলা আর কি,ফাঁকিবাজি! কোনো বৃত্তে ফেলার চেষ্টা করলে ভুল হবে। 🙂

এসো কবি

কোথায় আছ তুমি , কবি ?
তোমায় ডাকে একাদশীর চাঁদ ,
আর নিরেট আঁধিয়ার রাত ,
কোন বিবরে হারিয়েছ ?

সাঁঝের সেঁজুতি কেঁপে উঠে মৃদু বায়ে ,
পাতার মর্মর যায় থেমে ,
তুমি আসবে বলে ধীর লয়ে !
শান্ত শিরীষের ছায়ায়
পথের ধূলো কান পেতে রয় ,
নরম ভোরের আলোর মত
তুমি তাদের যাবে ছুঁয়ে !
দূরাকাশের একলা তারা
কৌতূহলী আছে চেয়ে…

এসো কবি,চাঁদের আলোয় এসো ,
নিরেট আঁধারে এসো,এসো সেঁজুতির আলোয় ,
পাতার মর্মর থেমে যায় ,
পথের ধূলোকে ছুঁয়ে যাবে ,
কৌতূহলী তারা চেয়ে রবে ,
এসো ভোরের হাওয়ায়…