স্বতন্ত্র সনেট ১৫৯

হাসানআল আব্দুল্লাহ

আততায়ী সময়ের কষ্টার্জিত সুবর্ণ অসুখ
আমাদের পায়ে পায়ে দ্বিধাহীন রক্তিম আকার
নিয়ে ঝুলে থাকে ভীরু শতাব্দীর ভাঙাচোরা বাঁকে;
স্যাঁতসেতে, পচা─বন্দুকের নল থেকে উঠে আসা
সভ্যতা তখনো যেনো বোকা, অবিবেকী, স্বপ্নভুক;
সারি সারি জীবন্ত কঙ্কাল, বুড়ো বরাহের ভার,
অশ্রাব্য কথার অযাচিত ক্লেদ, জরা গুঁজে রাখে

তার ভীরুতার ফাঁকে, মস্তিষ্কের বিভাজিত কোষে
এসে ভর করে পারমাণবিক ধোঁয়া-ওঠা বিষ─
জোড়া জোড়া মানুষের পরিশ্রান্ত উত্তপ্ত সুদিন
ভেঙে ভেঙে নাম রাখে প্রেম, মৃত্যু কিম্বা ভালবাসা।
অতঃপর আগ্নেয়গিরির দেহের মতন ফোঁসে
আমাদের পুষে রাখা সময়ের দীঘল উষ্ণীষ;
পায়ে পিষে হেঁটে যাই, রক্তাপ্লুত করি দ্বিধাহীন।

০৮ এপ্রিল, ২০০৯
উডহেভেন, নিউইয়র্ক