[৩১] নিশ্চই ঈশ্বরতত্ব সর্বকালের সর্ববিকশিত ভ্রান্ত মতবাদ।

[৩২] পৃথিবীর সব থেকে বড় সন্মোহন হল ‘ধর্ম’, আর সব চেয়ে সন্মোহিত জাতি ‘মুসোলমান’।

[৩৩] ভন্ডের কাছে কখনো প্রমান করার প্রয়োজন পরে না, যে সে ভন্ড

[৩৪] কঁপটদার নির্বোধরা দেখতে অনেকটা বুদ্ধিমানদের মত।

[৩৫] বাঙ্গালি মুসলমানরা আরবি না জানলেও আরবী হরফের অন্ধ ভক্ত। ওই পেচানো হরফে একটি উচ্চমানের অশ্লীন বাক্য লেখা হলেও তারা সেটাকে ড্রইং রুমে স্রদ্ধার সাথে টানিয়ে রাখবে।

[৩৬] সুখের অপর নাম সফলতা

[৩৭] মানুষ আবেগের কাছে অদৃশ্য শেকলে বন্দী।

[৩৮] মেয়েরা মায়ের জাত, সাথে সাথে বেশ্যার জাতও বটে।

[৩৯] বাঙ্গালি নারীরা সমধিকারের দাবি তুলতে গর্ব বোধ করে, অগ্রাধিকার ভোগ করতে স্বস্তি বোধ করে।

[৪০] দোয়া ও বদদোয়া– চারিত্রিক গুনে অভিন্ন, উভয়ই ‘বাস্তব প্রয়োগহীন’।

[৪১] ধর্ম হলো লোভভয়ের সমন্নয়ে কার্য সিদ্ধির এক অভাবনীয় কৌশল।

[৪২] বউ পেটাতে মাতাল নয়, লম্পট হওয়া প্রয়োজন।

[৪৩] মানুষ কেবল অভিন্ন স্বার্থে একতাবদ্ধ।

[৪৪] অপুর্ণতা ছাড়া জীবনের পুর্ণতা আসে না।

[৪৫] মানুষ তীব্র সৌন্দর্য গ্রহনে ব্যর্থ, তাইতো সর্বদা তা ঠেলে দেয় রহস্যকরনের দিকে নতুবা অশ্লীনতার দিকে।

১ম পর্ব ২য় পর্ব ৪র্থ পর্ব