আর্ডি – আমাদের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল (২য় পর্ব)

প্রথম পর্বের পর... “হাঁস ছিল, সজারু, (ব্যাকরণ মানি না), হয়ে গেল 'হাঁসজারু' কেমনে তা জানি না। বক কহে কচ্ছপে - "বাহবা কি ফুর্তি! অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি।"...... সিংহের শিং নেই, এই তার কষ্ট - হরিণের সাথে মিলে শিং হল পষ্ট।“ আর্ডি নিয়ে পড়তে শুরু করার পর থেকেই খালি সুকুমার রায়ের খিচুড়ি কবিতাটা মনে পড়ছে। [...]