গত দুদিন অনেক দিনের একটা ওভারডিউ কাজ শুরু করেছি, বাড়ির পুরনো পারিবারিক ছবির এলবাম স্ক্যান করা। সেখানে আমার বাবার তোলা ১৯৭১ এর ১৬ই ডিসেম্বর এর কিছু ছবি আছে, মনে হল আপনাদের সাথে শেয়ার করি। মুক্তমণায় খুব বড় আকারে ছবি মনে হয় পোষ্ট করা যায় না, করলে আশে পাশের যায়গা মেরে এক বিতিকিচ্ছিরি ব্যপার হয়।

১৯৭১ এ আমার বাবা চল্লিশ ছুই ছুই, পেশায় ততকালীন ওয়াপদার একজন নির্বাহী প্রকৌশলী। তারুন্যের উচ্ছ্বাস মনে হয় তার তখনো পুরো মাত্রায়ই ছিল। তাই লাখো বাংগালীর মত সে দিনটিতে তিনিও ঘরে বসে থাকতে পারেননি। অতি উতসাহের বশেই মনে হয় ১৮ই ডিসেম্বর নিরাপত্তার কঠোর বেড়াজাল এড়িয়ে বন্দী নিয়াজীকে ভারত নেবার প্রাক্কালে তেজগাও বিমানবন্দরের জানালা দিয়ে তার ছবিও তুলে নেন।

এখানে এটাই আমার প্রথম পোষ্ট, জানি না ছবিসহ ফলাফল কেমন হবে। ভরষা উপরে আল্লাহ আর নীচে অভিজিত।

পরাজিত বন্দী পাক সেনাপতি নিয়াজীকে ভারত নিয়ে যাবার প্রাক্কালে, তেজগাও বিমানবন্দর, ১৮ই ডিসেম্বর, ১৯৭১, ঢাকা।

পরাজিত বন্দী পাক সেনাপতি নিয়াজীকে ভারত নিয়ে যাবার প্রাক্কালে, তেজগাও বিমানবন্দর, ১৮ই ডিসেম্বর, ১৯৭১, ঢাকা।

১৬ই ডিসেম্বর, ১৯৭১, রেসকোর্স, ঢাকা।

১৬ই ডিসেম্বর, ১৯৭১, রেসকোর্স, ঢাকা।

১৬ই ডিসেম্বর, ১৯৭১, ঢাকা।

১৬ই ডিসেম্বর, ১৯৭১, ঢাকা।

১৬ই ডিসেম্বর, ১৯৭১, ঢাকা।

১৬ই ডিসেম্বর, ১৯৭১, ঢাকা।

১৬ই ডিসেম্বর, ১৯৭১, ঢাকা।

১৬ই ডিসেম্বর, ১৯৭১, ঢাকা।

১৬ই ডিসেম্বর, ১৯৭১, ঢাকা।

১৬ই ডিসেম্বর, ১৯৭১, ঢাকা।

১৬ই ডিসেম্বর, ১৯৭১, ঢাকা।

১৬ই ডিসেম্বর, ১৯৭১, ঢাকা।

১৬ই ডিসেম্বর, ১৯৭১, ঢাকা।

১৬ই ডিসেম্বর, ১৯৭১, ঢাকা।

১৬ই ডিসেম্বর, ১৯৭১,

১৬ই ডিসেম্বর, ১৯৭১,

১৬ই ডিসেম্বর, ১৯৭১, রেসকোর্স, ঢাকা।

১৬ই ডিসেম্বর, ১৯৭১, রেসকোর্স, ঢাকা।

১৬ই ডিসেম্বর, ১৯৭১, ঢাকা।

১৬ই ডিসেম্বর, ১৯৭১, ঢাকা।