তোমার কত প্রশ্ন আমার কাছে,
যেন সব বিদ্যে আমার জানা হয়ে গেছে!

‘ওই মেঘে কি জল আছে?
তাতে কি বৃষ্টি হতে পারে?
…আচ্ছা,শালিকজোড়া আজো
ভিজবে নাকি ঝড়ে?”

‘আজ রাতে যদি চাঁদটা না থাকে,
তবে কি হাসনা হেনাও রবে না?
…ওই থির জলে ঢিল ছুঁড়ে দেখি?
মাছরাঙ্গাটা আবার উড়ে যাবে নাকি?’

অদ্ভূত ভালোলাগার প্রশ্নময়
রাতদিন আমার!
তবু কখনো বলি,
‘তোমার যত প্রশ্ন রাশি রাশি!’
আমার কপট রাগ দেখে
তোমার মুখে চাপা দুষ্টু হাসি!
সে হাসিকে আড়াল করে বল,
‘আচ্ছা অভিমানী,
ওই রংধনুর শেষটা কোথায় জানো?
কোন রংটা চাও তুমি,
এখনই নিয়ে আসি…’