প্রবাহিত অন্ধকার

হাসানআল আব্দুল্লাহ

প্রবাহিত অন্ধকারে বুক ঢেকে যায়
শীতার্ত সময় এসে চেপে ধরে গলা
মহাবিশ্ব অকারণে দড়ি বেধে পায়
বন্ধ করে দিতে চায় এই পথ চলা

দলিত ঘড়ির কাঁটা আমাদের হাত
মাথাগুলো থেঁতলানো পচা জবা ফুল
মিসাইল তাক করা ভয়ার্ত বরাত
চারিদিকে হাহাকার মহা হুলস্থূল

পৃথিবীর নাম ধরে কয়জন লোক
বিকৃত ভাষায় ডেকে গেলো কিছু কাল
অথচ তাদের ঘরে হলো রাজ ভোগ
আর সব মানুষেরা পথের কাঙাল

মহাকাশে একবিন্দু ক্ষুদ্র ধূলি কণা
আপেক্ষিকতার মাপে তার থেকে ছোটো
ভাসমান এই গ্রহ যেনো আবর্জনা
অন্ধকার কেড়ে নিলো তার দুই ঠোঁটও।

উডহেভেন, নিউইয়র্ক