কবিতা

প্রবাহিত অন্ধকার হাসানআল আব্দুল্লাহ প্রবাহিত অন্ধকারে বুক ঢেকে যায় শীতার্ত সময় এসে চেপে ধরে গলা মহাবিশ্ব অকারণে দড়ি বেধে পায় বন্ধ করে দিতে চায় এই পথ চলা দলিত ঘড়ির কাঁটা আমাদের হাত মাথাগুলো থেঁতলানো পচা জবা ফুল মিসাইল তাক করা ভয়ার্ত বরাত চারিদিকে হাহাকার মহা হুলস্থূল পৃথিবীর নাম ধরে কয়জন লোক বিকৃত ভাষায় ডেকে গেলো [...]