ভাবনাগুলো অভিমান করেছে,
ছন্দগুলোও নির্বাসনে…
কবিতার খাতা তাই শুন্য পড়ে রয়।
খুব ব্যস্ত মন আজকাল,
যত্তসব বাজে ছাইপাঁশ কাজে!

বাঁধভাঙ্গা গান,গুনগুনের নেই অবসর,
বৃষ্টি দেখে দৃষ্টি উদাস হওয়া বিকেল,
কোথায় হারালো,খোঁজ নেই তার !
এলোচুলে বসিনা এখন ভেজা হাওয়ার পাশে,
হাত বাড়িয়ে জোসনা ছুঁয়ে দেখা…
হাস্যকর ছেলেমানুষী…আর হয় না!

উড়ো মেঘ,বাউরি হাওয়ার দিনে আধচেনা কোনপথে
ভবঘুরে হয়ে যাওয়া…
মনে নেই,ভুলে গেছি ।
থির জলে ঢিল ছোড়া,
পাখির উড়ে যাওয়া…হেসে ওঠা অকারন…
হয় না…বহুকাল হয় না।
মরালীর মত সরোবরে
ঢেউ তোলা দিন,ফুরিয়েছে বুঝি!
এখন আমি জলপিপি,
সীমিত আমার বিচরণ…।
আজকাল আলসে মনটা ব্যস্ত খুব,
খুউব পটু,চাবি দেওয়া পুতুলের মতন !

৫ জুলাই,২০০৯