বেগম রোকেয়ার রচনাঃ লোকজ জীবন অভিজ্ঞতা(১)

বেগম রোকেয়ার সাথে আমার প্রথম পরিচয় প্রাইমারীতে পড়ার সময়। তাঁর জীবনী পাঠ্য ছিল। রাতের অন্ধকারে বড় ভাইয়ের কাছে মোমবাতি জ্বালিয়ে পড়ার কাহিনী আমাকে রোমাঞ্চিত করেছিল, নিজের পাঠের প্রতিও আগ্রহী করেছিল নিশ্চয়ই এবং ‘স্ত্রী-শিক্ষার’ উন্নতির বিষয়টিই গুরুত্ব দিয়েছিলেন আমার শিক্ষকেরা -------নারীর অধিকার নয়। মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়েছি ‘সুলতানার স্বপ্ন’ কাহিনীর অংশ বিশেষ ‘নারীস্থান’। এটি [...]