ওবামার কাছে আমাদের প্রত্যাশা কতটুকু?

বিপ্লব পাল

 

চতুর্দিকের মিডীয়াবামা ঝড়েহেমন্তের হরিদ্রাভ পাতার ন্যায় টসকাইতেছিলামফাইনান্সিয়াল মার্কেটের সাইবেরিয়ান শীতঝড়ে হাওয়া হইয়া যাইব এমন প্রফুল্ল অঘ্রানে শ্যামবাবু জিতিলেন–ঝড়িতে ঝড়িতে ঝুলিয়া থাকা আমআদমি ক্যালিফোর্নিয়ার চিরবসন্তের স্বপ্নে বিভোর হইলগলা মিলাইলাম-ইয়েস, উই ক্যান!

নিজের সংশয়বাদি মনকে ধিক্কার দিতেছি- ছি? দেখিতে পাইতেছ না দুনিয়া বলিতেছে ইহা পরিবর্ত্তন-? 

নিন্দুকের মন সিন্দুকেঅবুঝের মন পরিতক্ত রান্নাগৃহের ছারপোকা-দিশাহীন ভাবে ভাবের জগতে ঘুর ঘুর করিতে থাকে

ক্যাপিটল হিলের সুরম্য পার্কে এক গৃহহীন ভিখিরী কহিল-

ওবামার জ়য় হৌকস্যার একটি ডলার দান করুন-সকাল হইতে আমি অভুক্ত

 জিজ্ঞাসা করিলাম-কি করিয়া বুঝিলে আমি ওবামা ক্যাম্পের লোক?

 –স্যার ওবামার সাপোর্টারাই একমাত্র এখন সাদা বাড়িটির সামনে ঘুর ঘুর করিতেছেচেঞ্জ স্যাররাত হইতে অভুক্ত

 মনে মনে ভাবিলামক্যাপিটাল হিলের ভিখিরী আমাকে ঘুর ঘুরে পোকা ভাবিতেছে

ঈশ্বর আপনার মনবাঞ্ছনা পূর্ন করিবেনগৃহহীনের ওপর একটু দয়া স্যারওবামা শ্বেতগৃহে ঢুকিলে-আপনারও শ্বেত অট্টালিকা হইবে

 দীর্ঘস্বাস ফেলিলামসঞ্চয়ের অর্ধাংশ তরল হইতে বাস্পীভূত হইতেছে ফাইনান্সিয়াল সাইক্লোনে ১০০ বছরে পুরানো কোম্পানী বৃক্ষগুলি সমূলে  পাটিত হইতেছে ওয়াল স্ট্রীটের ডাকাত বাহিনীর লুন্ঠনে সর্বশ্রান্ত হইয়া পথে বসিয়াছিইহার পরেও শুনিতে হইতেছে আমাদিগের পকেট কাটা ট্যাক্সের টাকায় ডাকাতবৃন্দ ডাকাতির শাস্তি স্বরূপ মিলিয়ান ডলার সরকারি বেলআউটবোনাস পাইতেছে-আর আমাদিগের সন্তানের স্কুলে বাজেটের অভাবে শিক্ষক নাইশিক্ষান্তে চাকরী নাই-ভারত এবং চীনে রফতানী হইয়া গিয়াছে!  চোর-ডাকাতদের এই শ্বশানভুমে ওবামা নামক তান্ত্রিকের জাদুপর্শ্বে আলাদিনের স্বর্গদ্যান রচিত হইবে! অহ কি আনন্দ আকাশে বাতাশে!

প্রথম হইতেই চেঞ্জ শব্দটি শুনিতে ছিলামবিশ্বাস করি নাই ঘরপোড়া গরু মার্কেটিং স্ট্রাটেজী দেখিলেই সন্দিহান হইবে ইহা স্বতপাদ্যপ্রশ্ন করতেছিলাম মানব বিবর্তনকি আমেরিকাতে থামিয়া রহিয়াছে যে ওবামা চেঞ্জের কথা বলিতেছেন? ইতিহাস বলিতেছে সমাজকে বদলাইয়াছে প্রযুক্তি এবং বিজ্ঞানসমাজ পরিবর্ত্তনের যাবতীয় রাজনৈতিক প্রচেষ্টা হয় ব্যার্থ হইয়াছে-না হইলে বিপ্লবের আফিঙে কোটি কোটি মানুষের রক্তে সিক্ত হইবার পর, বিবর্তনের গতিকে রুদ্ধ করিয়াছেতবে হ্যাঁ যে রাজনীতি প্রযুক্তি এবং বিজ্ঞানের মাধ্যমে বাঁচিবার স্বপ্ন দেখিয়াছে-তাহারাই পৃথিবী পৃষ্ঠে অধিকতর সফল হইয়াছেআমেরিকার ৯৫% মানুষের বুদ্ধি, ভারতীয় বা চীনা বা বাংলাদেশের মানুষের গড় বুদ্ধি হইতে কম-সাধারন জ্ঞানও তুচ্ছ-তবুও ইহারা পৃথিবী শাসন করিতেছে কারন অতীতে এই সমাজ বিজ্ঞান এবং প্রযুক্তিকে সমাজ পরিবর্ত্তনের হাতিয়ার করিয়াছিল  বুশ ইহা ভুলিয়া গিয়াছিলেনগবেষনা খাতে বরাদ্দ কমাইয়া (৭০%) ইরাক এবং আফগানিস্থানে পাড়ার মস্তানি করিতেছিলেনশিক্ষা দেউলিয়া হইয়াছে-গেটস সাহেব বারং বার বলিতেছিলেন আমাদের সন্তানেরা অঙ্কে গোল্লায় যাইতেছেহার্ভাডে বাপের কোটায় ঢোকা বুশ নিজের দেশ এবং পৃথিবীকে দুরমুশ করিতেছিলেন  জনগন বোঝেন নাই ২০০৪ সালে-বাড়ীর কৃত্রিম উচ্চমূল্যে অবস্থান করিয়া মনে করিতেছিল “এই বেশ ভাল আছি”-কাকের বাসায় কোকিলের ডিমকে চিনিতে পারেন নাই-তাই বুশ সাহেব পাশ করিয়াছিলেনবুদবুদ যখন ফাটিয়া গেল, ইহারা বুঝিল বুশ ইহাদের কি সর্বনাশ করিয়াছে২০০৪ সালে ৬০% লোক অভিমত দিয়াছিল অর্থনীতির গতি এবং স্পন্দন স্বাস্থ্যকরঅদ্য  এই অভিমত মোটে ৬% লোকের-তবে তাহাদের ডিপ্রেশনের চিকিসা চলিতেছে কি না সমীক্ষা তাহা প্রকাশ করে নাই!

ওবামার এই জয়কে দূরদর্শী জনগণ নানান দৃষ্টিতে দেখিতেছেকালো লোকেদের কাছে-ইহা সিভিল রাইট মুভমেন্টের জয়যদিও ওবামা-আমি কালো-তাই বঞ্চিত এমন কথা কোন দিন বলেন নাই-সেই মুখও তাহার নাই  সিভিল রাইট মুভমেন্টের নেতাদের সাথে তাহারা সখ্যতার কথা আমার জানা নাই-তবে কাগজ়ে প্রকাশ ইহাদের মুখপাত্র জেসি জ্যাকসন ওবামাকে তিরস্কার করিয়াছিলেনজিতিবার পর দেখিলাম তাহারা বলিতেছেন তাহাদের তৈরী জমিতে ওবামা ফসল তুলিলেনযদিও ইনারা কেন জমি বানাইয়া অপেক্ষা করিতেছিলেন-সেই প্রশ্ন নিন্দুকেরা তুলিতেছেকারন বাস্তব ইহাই সিভিল রাইট মুভমেন্ট এবং তাহাদিগের নেতৃবৃন্দকে সাদারা “প্রতি-বর্ণবিদ্বেশ” বলিয়া গণ্য করিয়া থাকে

তরুনেরা বলিতেছে ওবামার সংগঠন-ইন্টারনেট বেসড প্রমোশন-অত্যাধুনিক প্রযুক্তির সফল ব্যাবহার তাহাকে আগাইয়া রাখিয়াছিলমানিতে পারিলাম নাইন্টারনেট সব নেতাই ব্যাবহার করিতেছিলেন  ইহা প্রাইমারীতে কাজে লাগিলেও, মূল পর্বে লাগে নাই

আসল সত্য ইহাই-এই জয় বুশের বিরুদ্ধে প্রতিবাদহিলারীও একই মার্জিনে বা আরো বেশী মার্জিনে জিতিতেনজনগণ বুশের বিরুদ্ধে এত ক্রুদ্ধ , সনাতনধর্মী রিপাবলিকান রাজ্যগুলিরও এবার পতন হইয়াছেএকটি গাধা দাঁড় করাইলেও এবার ডেমোক্রাটরা ক্ষমতাই আসিতেন-লোকে রিপাবলিকান নীতিতে এতটাই ক্রদ্ধ হইয়াছেজীশুবাজীর ঢপকীর্ত্তন রিপাবলিকানদের ঢাল হইতে ব্যার্থ হইয়াছেকারন পেটে টান পড়িয়াছেকথাটি আমি বারংবার বলিতেছিবাংলাদেশ, ভারত, আমেরিকা-সর্বত্র ইহাই সত্য ভরা পেটে না থাকিলে ধর্মের মাহাত্ম্য লোকে শুনিবে না  ইহার জন্য ধান ভাঙিতে শিবের গাজন অনাবশ্যক

তাহা হইলে আমি কেন ওবামা চেঞ্জলইয়া ব্যাঙ্গ করিতেছি? ইনি ডিনারে নিজেকে বলেন গান্ধীভক্ত-পরের দিন প্রাতরাশে পাকিস্থানকে আক্রমন করিবার হুমকি দিয়া থাকেন  ‘ইনসিউরান্সেরজোঁকদের বাঁচানোর জন্যে তাহার সহকারী বিদেন খ্যাতনামা ছিলেনএখন বদলাইবেন? চেঞ্জ বলিলেই চেঞ্জ? মনে রাখিবেন-ইহা আমেরিকা-যাহারা পানীয় জলকেও মার্কেটিং করিয়া কোল্ড ড্রিংস বানাইয়াছেসকালে ড্রাইভ করিতে করিতে রেডিওতে এক বিশেষজ্ঞর মতামত শুনিতে ছিলামআলোচ্য বিষয়-ওবামার বিদেশনীতিতে প্রথম কাজ কি হইবেওয়াশিংটনের সর্বাধিক খ্যাতনামা কার্নেগীমেলন পলিটিক্যাল ইন্সটিটুটের বিশেষজ্ঞটি বলিল-তাহার প্রথম কাজ হইবে রাশিকাকে সবক শিখাইবারবুঝাইয়া দেওয়া-বিশ্বরাজনীতিতে বড়দা কে? বুঝাইতে পাড়িলে তবেই তিনি প্রথম পরীক্ষায় পাশ করিবেন!!! পাঠক-ইহারে কন চেঞ্জমিলিটারীখাতে বরাদ্দ কমাইবেন? ৯৩,০০০ সেনা বাড়াইবার প্রতিশ্রুতি দিয়াছেন গান্ধীবাদি ওবামা  ওয়াশিংটনের আলিন্দে যেসব কনট্রাক্টরদের ঘোরাফেরা, তাহাদের বিলক্ষন চিনিয়াছিওবামার টিমে তাহাদের সহাস্য উপস্থিতিও দেখিয়াছিউর্ধাকাশে চোখ মেলিয়া ভাবিয়া উড়িতে বড়ই ভাল লাগে চেঞ্জ আসিতেছে-কিন্তু চোখ ফিরাইতেই আমি শুধু দালালদের ই দেখিতে পাইতেছিহদয় চেঞ্জেরবশ মানিয়াছে-মন মানিতে চাহে না!

তাহাতেও আপত্তি নাইশুধু গবেষনা খাতে টাকা বাড়াইবার যে প্রতিশ্রুতি তিনি দিয়াছেন, তাহা রাখিলেই বুঝিব চেঞ্জআসিয়াছেশিক্ষাখাতে টাকা ঢালিলেই বুঝিব বসন্তের বায়ু বহিতেছেপ্রত্যাশার কলস শুধু এতটুকুইওয়াল স্ট্রীটের ডাকাত আর ওয়াশিংটনের চোরদের দেখিয়াও দেখিব নাতাহাদের অক্টোপাশ বাহু হইতে আমেরিকার আশু মুক্তি দেখিতেছি না