ইউভ্যাল নোয়া হারারি: কোভিডাক্রান্ত সময়ের শিক্ষা
গত এক বছরে চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী উদ্ভাবন ঘটে গেছে এবং সাথে ছিল ভয়াবহ রাজনৈতিক ব্যর্থতা। এই বৈজ্ঞানিক সাফল্য এবং রাজনৈতিক ব্যর্থতা থেকে ভবিষ্যতের জন্য কী আমরা শিক্ষা পেলাম? ইতিহাসের বিশাল পরিপ্রেক্ষিতে কোভিডকে আমরা কীভাবে বিবেচনা করব? অনেকেই মনে করছেন করোনা মহামারীতে আক্রান্ত হয়ে প্রকৃতির আক্রোশের সামনে মানুষ অসহায়ত্ব প্রকট হয়ে পড়েছে। প্রকৃতপক্ষে, ২০২০ সালেই দেখা [...]