‘কম্যান্ডার রেস্পন্সিবলিটি’ বনাম ‘কাকে হত্যার দায়ে মুজাহিদের ফাঁসি?’- একটি বিশ্লেষণ

অভিজিৎ রায়কে আমি বলতাম গুরু। এই লোকটা রাস্তা থেকে তুলে এনে আমাকে মুক্তমনায় জায়গা করে দিয়েছিলেন। আমার ছোট-জীবনে মানুষের যতটুকু ভালোবাসা-স্নেহ-সম্মান পেয়েছি তার প্রায় পুরোটাই এই মানুষটার কারণে, আমি এতটার যোগ্য নই। এবছর আমার প্রথম বই 'ত্রিশ লক্ষ শহিদ বাহুল্য নাকি বাস্তবতা'র প্রকাশনা নিয়ে এই মানুষটার উচ্ছ্বাস আমি দেখেছি, আমার বইয়ের ভূমিকা লিখে দিয়ে আমার [...]