আল্লাহ’র অস্তিত্বের স্বপক্ষে কিছু যুক্তি

নাস্তিকের ধর্মকথা

 

: আল্লাহ আছে প্রমাণ কি?
: কোরআনের আয়াতে আয়াতে আল্লাহর কথা বলা হয়েছে। সুরা এখলাসে পরিষ্কার বলা হয়েছে: “তুমি বলো- তিনি আল্লাহ; এক ও অদ্বিতীয়” (১২২:১)।
: কোরআন-ই যে সঠিক তার প্রমাণ কি?
: কোরআন সম্পর্কে কোনরূপ সন্দেহ নেই, সুরা বাকারায় পরিষ্কার বলা হয়েছে: “এই সেই কিতাব যাতে কোন সন্দেহ নেই” (০২ : ০২)।
: কিন্তু যে কেউ তো একটা গ্রন্থ লিখে সেখানে দাবী করতে পারে- এটাতে কোন সন্দেহ নেই।
: হ্যা সেটা পারে, কিন্তু কোরআন তো মানুষ লিখেনি।
: কে লিখেছে?
: আল্লাহ।
: প্রমাণ?
: এটাও কোরআনেই পাবেন। সুরা ইউনুস দেখুন: “এই কোরআন আল্লাহ্‌ ছাড়া অপর কারও রচনা নয়” (১০ : ৩৭)।