হে সমবেত চেনা মানুষ, আমি শহীদ বলছি।
আমি প্রাণ দিয়েছি হে, প্রিয় দেশ মানুষের জন্য,
অবনত-মুন্ড, অর্ধমুদিত কুঁজো দেখতে নয়।
তোমাদের এক মিনিটের নীরবতার বদলে,
আমায় স্বাধীনতা এবং বিজয়ের উল্লাস দাও,
তোমাদের চোখে থাক অহঙ্কারের মহা-ঔজ্জ্বল্য
ও মুখে থাক দেশলাই কাঠির সুকান্ত বারুদ।

প্রবাহের যারা সমবেত হেঁট, অশরীরী বলে যা-ইচ্ছে তাই কোরনা,
অবজ্ঞার বদলে যুদ্ধশিশু আর তাদের নির্যাতিত মা’কে ভালোবাসো,
ঘোলাটে চোখ নিয়ে অন্নাভাবে শীর্ণ, বস্ত্রাভাবে আজকেও উলঙ্গ তারা,
এক মিনিট নীরবতার অথর্ব না হয়ে হে, বরং অর্থবোধক হও।

আঁতাতকারী যারা, তারা আজও, যথারীতি দিয়ে যায় বিভ্রান্তির ধুয়া।
বহুরূপী তারা, যুদ্ধাপরাধী, দুগ্ধাপরাধী এবং নি:সন্দেহে অপরাধী।
ন্যুজ গন, এক মিনিটের স্থবিরতার বিভ্রান্তি ছেড়ে শুদ্ধ হও, ভোগী,
বরং নিজ থেকে অর্থবোধক হও সাথী মানুষ, আমি শহীদ বলছি।