ইয়েতি

টুগডুগ –টুকডুক- একটানা শব্দটা কানে যাচ্ছে মৌরির। সেই যে শুনেছে নগেন গ্যালো, তারপরেই রিকশার ঝাঁকুনিতে একটু ঝিমুনি আসছে। গোপালের বকবকানিতে ঝিমুনি আরো বেড়ে গেলো। নগেনটা গেইচে যাক- অদের ভেবে আর কী বা হবে? হাই তুল্ল মৌরি-কাকিমার গালমন্দ তখনো কানে ভাসছে। -তুই আর বকবক করিসনি তো? মেলা বকচিস তখন থেকে – তা আমি কী কিছু বাজে [...]