মার্ক্স, মার্ক্সবাদ ও আমাদের আজকের মার্ক্সবাদীরা (পর্ব ১)

অষ্টাদশ শতাব্দীর অজ্ঞেয়বাদের বিপরীতে, ফরাসি বিপ্লবের পরবর্তী সময়কালে ইউরোপীয় দার্শনিকদের চিন্তা-চেতনায় ইহজাগতিকতা ও মানুষের অফুরন্ত সম্ভাবনার সুর বেশ জোর দিয়েই জাগ্রত হয়। উনবিংশ শতাব্দীতে দার্শনিক ফয়েরবাখ, মার্ক্স ও এঙ্গেলস চেতনাকে বস্তু থেকে পৃথক করে দেখার বিভ্রান্তিকে দূর করেন। মার্ক্স (১৮১৮-১৮৮৩) ও এঙ্গেলস (১৮২০-১৮৯৫) বস্তুবাদী দৃষ্টিভঙ্গির সাথে দ্বান্দ্বিকতার সমন্বয় করে বস্তুবাদী দর্শনকে পূর্ণতা দান করেন। যে [...]